- মণি জুয়েল(Moni Jewel)


শুধুমাত্রই যে কালো কাউয়া'দের ঠোঁক্করেই তা না
গোড়াগুলোও দুর্বল হয়েছিলো
তার'ই জেরে, আস্তে আস্তে রক্ত বর্ণ ফুলগুলো
এখন, ওই'দিকের গাছ থেকেও ঝরে গেলো!
সবুজ পাতার সম্ভাবনা এখনও তেমন
দেখছি না, দেখছিই না
তার উপরে যে ঝালাস ঝরে যাচ্ছে তাতে
অন্য গাছগুলোও ঝাপটা সয়তে সয়তে


এই পাড়ায় তো সেই কবে ঝরে গেছে!


খুউব স্বাভাবিকভাবেই দুচোখে ভাসছে
যেন দেখতেই পাচ্ছি- বীজ বুকে ভাসতে
কুল কীনারাহীন শুভ্রতা
আঁটকে তো যাবেই, স্থান তো পাবেই
কোনও না কোনও ডালে আর, কিছু মৃত্তিকা।
ছিলো তখনও যে, ভাল্লাগতো, সুগন্ধ বিলাতো
তা একদম নয়, নয়ই মোটেও
তবুও তো স্বপ্ন দেখাতো, তা ফ্যান্টাসিই হোক না!


××××05.03.2018-ধুলিয়ান-06:10PM××××