- মণি জুয়েল(Moni Jewel)


এক'টা দুই'টা করে নিমপাতাগুলো জোছনা'য় নেয়ে
জোছনার নেশায় ঝরে পড়ছে।
চৈত্রের আলতো আলতো দক্ষিণা বাতাস।
ভিজিয়ে দেয় নি এখনও পুরোপুরিভাবে, উষ্ণতা।
খুউব ধীরে ধীরে বাড়ছে কোমসশিশিরের শীত।
ভিজে যাচ্ছে ডগা, বোঝা যায় তালুর ছোঁয়াই!
কিন্তু, বলতে পারছি' কৈ! তুমি শুনতেও তো...
অপলক_পলকে তবু চেয়ে বসে আছি মস্ত্


একই সুরে ডেকে যাচ্ছে, রাতের পাখিটা


তার সে সাথীটা, দুরে ওদিকে হয়তো বা


কোথাও দেখছি না নিশ্চয়তার কিছু, সব'ই
সম্ভাবনা। আমি এখন-ও জানি না, আকাশে
চাঁদ' আছে কি না, অথবা পুকুর'টা'ই কোথায়!
হতে পারে উড়ে যাচ্ছে দুটি সারস, ডানা মেলে,
তারা হয়তো খবরই রাখে না, ভবঘুরে ভাবুকের।
আচ্ছন্নতায় আচ্ছন্নআমি বসে বসে দেখছি...
নাহ্ প্রকৃতি নয়, শুধুই তোমাকে।
হয়ে যাচ্ছে সবই কল্পনা তোমাকে দেখতে দেখতে!


××××16.03.2018 -ধুলিয়ান- 11:20PM××××