- মণি জুয়েল(Moni Jewel)


মাঝে মাঝে মনেহয় একটা প্রেমের কবিতা সাজাই,
মাঝে মাঝে তা-ই তোমায় সুরে গেয়ে শোনাই
কিন্তু তোমায় যে সাজাবো
এমন উপমা আমি কোথায় খুঁজে পাই!
চাঁদ তো বলতেই পারি তোমায়,
কিন্তু তোমার গন্ধ?


বলতেই পারি, তুমি হাসলেই প্রেম পদ্ম
বলতেই পারি, তুমি সুনীলতরঙ্গ


নীলপদ্ম ত' বলতেই পারি কিন্তু তোমারগন্ধ?


বলতেই পারি, তুমি গায়লে ছন্দ
বলতেই পারি,তুমি বললেই প্রেম পদ্য


কাব্য বলতেই পারি
তোমায়, কিন্তু তোমার সে' গন্ধ?
বল না কোথায় তোমার গন্ধ খুঁজে পাই?
কি দিয়ে সাজাই তোমায়,
কোন সুরে বলো রাই, আমি তোমার গান গাই
তোমার কাব্যময়তায় উপমারাই উপমিত হয়ে যায়!


****18.07.2017-ধুলিয়ান-05:35পি.এম****