- মণি জুয়েল(Moni Jewel)


একে একে চলে আসুক ওদিক থেকে দুর্বল, নিরীহ
নারীগুলো, পুরুষগুলো, সদ্য জন্মানো শিশুগুলো।
অতঃপর, যত প্রাণবন্ত, জীবন্ত প্রাণগুলো
ঝাপিয়ে পড়ুক, তিনদিক থেকে
ওই পাগলদের দেশে, নোবেল রাক্ষসীর পাড়ায়।
বীর্য বীরের পদকম্পনে
উড়ে যাক, ধুলিকনার মতো, বিস্ফোরণে
ওরা, পৃথিবীর মানচিত্র থেকে, সভ্যতা থেকে।


ফনা তুলে দশদিক, দিক না- তৃতীয় ছোবল!


হোক বিষবিস্ফোরণ ফেরও, জীবনের জন্যে।
কে না জানে, মৃত্যুই লাগে জীবন পেতে!
ভগৎ সিং আদর্শী জানে,
বীর আসফাকউল্লাহ্'র পরবর্তী প্রজন্মরাও জানে।
একাত্তরের স্বাধীন, জীবনাবেগে-
ভরপুর, রক্তঅশ্রুস্নাত, বাংলাভাষী জানে।
জীবনের বিস্ফোরণে গর্জে উঠে বিপ্লবের নিনাদে
জানান দিতে বীর্য ক্ষমতা, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে।


****27.09.2017-Dhuliyan-12:50AM****