- মণি জুয়েল(Moni Jewel)


বন্যদাহে সবই জ্বলে গেছে, পুড়ে যাচ্ছে সবই!
কোত্থাও প্রাণ নেই,
কোথাও দেখি না সবুজ হাসতে!
কোত্থাও শুনি না প্রেম, সুরে ভেসে যেতে!


ঝলসে যাচ্ছে গেরুয়াআগুনে, কিশলয়।
কচি কচি পাতাগুলোর আর্তনাদ
দাবদাহ ক্ষতে, রক্তে!


নদী ফোরাত যেন, কোথাও জীবন নেই, রক্ত!


বিষে বিষাক্ত, পৃথিবী।
বাপ দাদা আর ধার্মীক #লাদের-
আগুনে পুড়ছি, আমার পরবর্তী প্রজন্ম!


সংঘর্ষ যখন ধর্ম, নিশ্চিতপ্রায় যখন মৃত্যু
চলো, পুড়ে তছনছ করেই দি'ই।
ভস্ম হোক বিষবৃক্ষ
বৃষ্টির ফোঁটায় গড়ে নেবে ফিনিক্স নব্যসভ্যতা।


****10.06.17-Dhuliyan-03:50PM****