ভেজা চাঁদ
- মণি জুয়েল Moni Jewel


শুধু যে সময় পেলেই তা নয়, আসলে সবসময়
আমার মন চায়-
থেকে যেতে চার হয়ে
অপলকে, নিষ্পলকে, তোমার নেশায়।
আহা....এভাবে কিছুক্ষণ ভাবো তো-
তোমায় দেখছি, আর তুমি, আমায়
শুরু হয়েছে স্তনন, জলমু‌ক্  ক্ষরণ-
স্রবন প্রবাহে ভিজে যাচ্ছে..প্রান্তর
                  ↓↑
নেপথ্যে খসরুর হাম তুম তানানা...
                  ↓↑
ভাসছে, মিশে যাচ্ছে, অন্তঃঅধর!  
খেলে যাওয়া দম্কা শ্বাসের স্পর্শে
ক্রমশই উষ্ণ হচ্ছি শ্রাবন সিক্ততায়
কামী-তুমিও ক্রমশঃই মেলে ধরছো,
নিজেকে, লুকোচুরির নীরদ নীলিমায়।
অতঃপর...ভিজে নেয়ে
খোলা জানালায়
দেখছি আবেশ বিভোর উন্মুক্ত কোমস তোমায়।


×××০৩.জুলায়.২০১৯- ধুলিয়ান-১১:৩৯PM×××


।স্তনন= এখানে "মেঘের গর্জন" অর্থে।
।জলমু‌ক্ ক্ষরণ= মেঘের ঝরে পড়া।
।অধর= (সহজে)ধরা যায় না যাকে/যা।
। কামী= চাঁদ।


।।"হাম তুম তানানা..." এই অংশটি মহান সুফি কবি আমির খসরুর "মান কুন্ত মাওলা" কাওয়ালির অংশ। সুফি ভাবনায় যার অর্থ 'মিলে মিশে একাকার'। আমি তাঁর কাছে ঋণী।।