ভেসে আসছে ভেসে যাচ্ছে
- মণি জুয়েল(Moni Jewel)


প্রচণ্ড গরম, এগিয়ে যাচ্ছে, চারদিকের যাত্রী
ঠিকানা জানি না
সাইকেলে কেউ কেউ যুগের যানবাহনে
চারমোহনী পথ, মাঝের অশত্থ্বতলায়
চলতে চলতে বসে  ক্লান্ত পথচারি
বয়ছে... হালকা হালকা, বাতাস'
যদিও
গায়ে লাগছে না তেমন
তবু, একটু শিতলতার জন্যে


বেশ ভীড় চায়ের দোকানে২


একটু জিরিয়ে নেয়া'র জন্যে
ঝরে পড়ছে হলুদ-পত্র
উড়ছে
পাক' খেয়ে, ধুমপায়ী'দের ধোঁয়া'
খুঁজতে খুঁজতে  উড়ে' যাচ্ছে পাখি
রেডিও'তে দুরে কোথায় বাজছে যেন
"তোমার ওই..নীল নীল চোখ, তোমার
লাল লাল ঠোঁট,
গোলবী গালেরটোল আমায় করেছে পাগল"


×××25.04.2018-ধুলিয়ান-01:05PM×××


*আমার এ লেখার শেষে "...."র মধ্যে থাকা কথাগুলো সাবনুর-সাকিব অভিনীত বাংলাদেশের এক সিনেমার গান থেকে নেয়া।