- মণি জুয়েল (Moni Jewel)


যদি তোমায় আমার কবিতার মতো করে পেতাম
যদি আমার এই আত্মার মতো করে পেতাম
যদি তুমি মিশেই থাকতে আমৃত্য
আমার অনুতে পরমানু'তে, আমার শরীরে
আমার নিঃশ্বাসে, হৃদয়ে, অনান্য প্রতঙ্গে
ঠিক যেমন রক্ত বয়ে যায়।
ঠিক আমার মতো করেই যদি পেতাম!
আহ্....ভেতরে বাহিরে
গমনা'গমনে পেয়ে'ই যাচ্ছি তোমায়,
জেগে'ই আছো নির্ঘুম, আর আমি


অন্তহীনসম্ভোগে লিপ্ত তোমাতে২


নিজেকে হারিয়ে, একাকার আমি
মিশে'ই গেছি, মোহনায় নদী যেমন
এ কি ভাবতে পারো!
ওই দেখো, ভেসে যাচ্ছে, রশ্মি-ধারীনি
বয়ে যাচ্ছে কুলকুল নদী
সুরে সুরে দূর থেকে দূরে ভাসছে রাগিণী
কেমন মিলে গেছে, ঠিক যেমন নি:শ্বাসের
প্রান্তে, ফেরা প্রশ্বাসের আরম্ভে!
ওহ্ ডিয়ার তুমি কখনো খেয়াল করেছো কি
মাঝের ওই শূন্যতা?আহ্ আমি যদি সে শুন্যতায়...


××××29.03.2018-ধুলিয়ান-11:15PM××××