যেভাবে রেনসাঁ আসে, এসেছে, আসছে
ওরা যখন 'রাজনীতি'র মঞ্চে দাঁড়িয়ে 'রাজনীতি' করছে
আমি তখন
বসে বসে গাছ দেখছি
আমাকে ভাব-বিলাসী মনে হতেই পারে
যদিও জানি না গাছটির নাম
তবুও দেখছি
ক্রমশঃ পাতা ঝরে যাচ্ছে
শুনতে পাচ্ছি সবুজপাতা ঝরে পড়ার আর্তনাদ
মাঝে মাঝেই বুক কাঁপছে,
ইচ্ছেও করছে-
শুরু করি 'আন্দোলনালোড়ন'
এত মৃত্যুতে কেই বা শান্ত থাকতে পারে
সময় বাঁশি বাজানোর না
অথচ তথাপি
আমি বসে আছি দ্রষ্টার মতো, ক্রমশঃ কিশলয় ফুটছে
আমি কাজ করছি, কাজ তারাও করছে@মণি জুয়েল
জীবনবোধের দারুন রূপককাব্যে অভিভূত হলাম।
খুবই ভালো লিখেছেন প্রিয় কবি,
শুভ কামনা রইল।
কবি অসাধারণ জীবনমুখী কবিতা পাঠে মুগ্ধতা সহ ভাললাগা সবটাই রাখিলাম ধন্যবাদ।
অরা তো সব বেকার বেকার বোকার মতন কাজ করতেসে প্রিয় কবি। শুভকামনা রইল।
এ এক প্রকৃতির জীবন চক্র । তবে প্রকৃতির মধ্যেও মানুষ চায় তার নিজের মত গুছিয়ে নিতে, তার মাঝেই এক শ্রেনীর মানুষ কূটকৌশলে মানুষের অগ্রগতি রুদ্ধের কারক ।
জীবনবোধের সুন্দর কাব্য, প্রকাশ ভঙ্গিমায় মুগ্ধ ।
শুভসন্ধ্যা , হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
চমৎকার অনুভূতির বেশ অসাধারণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম ।। শুভ বিকেল প্রিয় কবি
খুব সুন্দর ভাবপ্রকাশ।।ভালো কবিতা।