যখন থেকে সন্ধ্যার শুরু
- মণি জুয়েল(Moni Jewel)


সূর্য যখন পশ্চিমের দিকে, ছায়াও তখন
স্বাভাবিকভাবে-
পূর্বদিকে লম্বা হয়ে যায়
ছায়া-র স্বাভাবিক নিয়ম অনুযায়ী-
জায়গাগুলো হয়ে ওঠে- আঁধারি!
কর যত বেশিই ছড়াক না কেন-
আশ-পাশের আলো, আঁধারই'...


মানবোনা বলা যেতেই পারে২


কিন্তু, তাই বলে তো বদলেনা
যাইহোক...,বসেই আছি, পূর্বে-
তাকিয়ে, দেখছি, জন মন গমন!
তাকিয়েই আছে সবাই, পশ্চিমের-
সাতরং রংধনু আকাশে
স্বাভাবিকভাবে
আঁধার গিলছে, ক্রমেই ছায়াটুকও তখন...


×××28.08.2018-ধুলিয়ান-05:55PM×××