যখন তুফান বইছে
- মণি জুয়েল Moni Jewel
ভীষণ রকম ইচ্ছে করছে ভীষণই, ভীষণ
ঢুকে পড়ি
ঘন-বন ভেদ করে
ইচ্ছে করছে, ভেজা পার্শ্ব ঘাসে
ভিজে যাই। কাঁপতেই থাকি'...
অতঃপর..জ্বলে উঠুক' দাব
উ ত্তা পে ভিজি, অতঃপর...
↓
↓
নেমে যাই নিম্নে নদীতে!
↓
↓
ভাসুক নাও, দাঁড় ডুবিয়ে।
দেখো দেখো..., দেখো না...
প্রবহণে ভিজে গেছে দু'দিক'
ভাসন্ত নৌকা ছুটছে..ঊর্দ্ধশ্বাসে
নুনজল ভেদ করে-
অভি-সারী'-
সে অতলান্তের। ভীষণ..।ভীষণই, ভীষণ
×××০৮.০২.২০২০-ধুলিয়ান-০১:১৪Pm×××
প্রেমাসিক্ত বিদ্রোহের কলি। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
অসাধারণ শব্দ সংকেত!!
অসাধারণ লেখা।
শুভেচ্ছা জানাই।
সাহসী রূপকের কাব্যময় উপস্থাপণে
বিমোহিত হলাম প্রিয় কবি,
শুভ কামনা রইল।
দারুন সুন্দর । মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি। শুভকামনা চিরন্তন।
মুগ্ধতা রইল
ভাবে বিভোর
মাতমে অসীম জোর
কে রাখে গভীরতার খবর !
সুন্দর রূপক কাব্য , মুগ্ধ । শুভেচ্ছা প্রিয়কবি ।
এখানে > ঊর্ধ্বশ্বাসে ।
অপূর্ব লেখনি কবি । জানাই রক্তিম শুভেচ্ছা...
অপূর্ব শব্দশৈলি I পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
মনের মাধুরীতে দাগ কেটে গেল,অসাধারন লিখনি পড়ে মুগ্ধ হলাম,অজস্র শুভেচ্ছা ও শুভকামনা রইল হে সতত প্রিয় কবি♣♣♣♣,,
মনের মাধুরীতে দাগ কেটে গেল,অসাধারন লিখনি পড়ে মুগ্ধ হলাম,অজস্র শুভেচ্ছা ও শুভকামনা রইল হে সতত প্রিয় কবি,,
দারুণ প্রতিচ্ছবি!
শুভেচ্ছা অশেষ কবি ।
অপূর্ব! শুভেচ্ছা অনেক প্রিয় কবি ।