আমি বরাবরের মতোই খুন হই!!
ফাঁসির মঞ্চে ঝুলে পড়ে আমার দেহ,
নিথর নিস্তব্ধ হয়ে পড়ে চোখ,
কচ্ছপের মতো থেমে যায় হৃদপিণ্ড।


পোড়া কপালে লেগে থাকে তোমার চুমু!
মনে হয় সদ্য স্পর্শ করেছো আমায়,
আমার শার্টের বোতামে লেগে থাকে তোমার চুল!
আমার শরীরেও সাক্ষী দেয় কিছুক্ষণ আগেই,
আমি ডুবে ছিলাম তোমায়।


এখন ফাঁসির মঞ্চে জীবন আমাকে থামাতে চায়,
চপেটাঘাত করে বলে প্রদীপ নিভে যাবে__
মসজিদের ইমাম কালিমা পড়ে শুনায়।


রাত বারোটা এক!
জল্লাদ টুপি পড়ালো,ভীষণ কালো অন্ধকার!
কিছুই দেখা যায় না,শুধু শোনা যায়_____
কে যেন বলছে রুমাল ফেলো! টাইম ওভার!
আমিও ঝুলে যাই ভীষণ শূন্যে,
বাতাস ছুটে যায় বুক থেকে কয়েক মিনিট থেমে
শূন্যে___মহা শূন্যে।


তোমার চোখ,মুখ দেখতে পাই
তোমাকে মনে হয় আকাশ!
নিস্তব্ধ নিশ্চুপ একটা আকাশ!
তোমার চুম্বন কেমন হাওয়ায় ভাসে,
আমার ঠোঁট সে খুঁজে, কিন্তু পায়না।
তুমি না হয় এবার চুল আঁচড়াও ___
আমি হয়ে যাই তোমার আয়না।
তুমি হও আয়না বৌ!!