আমাকে নষ্ট হতে দেখে তোমার বড় কষ্ট হবে জানি, তবুও তুমি হাত দুটো উঁচু করে বলবে না-
আমি সব ছেড়ে তোমার কাছে ফিরে এসেছি,
বলবে না - চলো কোথাও মিলিয়ে যাই।


আমাকে তিলে তিলে নিঃশেষ হতে দেখে
তোমার দু’চোখে জলের মতো দুঃখ নেমে আসবে
তোমার পৃথিবী উলটপালট হয়ে যাবে,
তবুও তুমি বলবে না - ফিরে এসো।
এসো নতুন করে দুজন একসাথে বাঁচি।


আমাকে যেতে হবে, বহুদূর সে পথ
যে পথে আরো অনেকেই চলে গেছে
নষ্ট জীবন মাথায় করে ওরা রেখে গেছে পায়ের ছাপ। সে পথেই হেঁটে চলেছি ক্ষুদ্র হতে হতে
শূন্যতায় মিলিয়ে যাচ্ছি।