দূর হতে ভেসে আসে অজানা শ্লোক,
ওহে কবি! প্রয়ানের আজান শুনতে কি পাও?
যাপিত জীবন তোমার যেতে হবে ছেড়ে।
তৈরী হও,তৈরী হয়ে না-ও।


কবি তৈরী হয়,কুপীর সলতে পুড়ে হয় খাক,
কবি লিখে যায় তার শেষ পৃষ্ঠায়...
যা কিছু আছে থাক পড়ে থাক।


আমার সকল কবিতা,কবিতার রসদ।
মোহ মাখা দেহ, ভুলে যাওয়া শপথ।
আলনায় ঝুলানো শীতের পোষাক।
দেয়ালে টানানো পাঞ্জাবি, ফুল হাতা শার্ট।
টেবিলে চশমা,কাগজ-কলম,
খুলে থাকা বইয়ের ভারী মলাট।
সবকিছু আজ,থাক পড়ে থাক।


মৃত্যুর দূত এসে শিয়রে দাঁড়ালে  
উপেক্ষা করতে পারে কে তারে!
সবকিছু ছেড়ে চলে যেতে হয়।
যেতে হয় কোন এক অন্য জমিনে।
যেতে হয়,চুপচাপ চলে যেতে হয়।।