আমি জলের ভেতর ডুবে থাকা বিমর্ষ এক মুখ।
বহু বছর ডুবে আছি, যেভাবে ডুবে থাকে শামুক।
এক চিলতে রোদের আশ্বাসে ভেসে উঠতে পারি,
যদি তুমি হও আমার রোদের রেল গাড়ি।


আমার বক্ষে বহুকাল ধরে জমে আছে এক চিলতে মেঘ।
বর্ষার মৌসুমে ও আমি তাদের কোথাও যেতে দিইনি।
জানি, তুমি বৃষ্টি ভালোবাসো।
আমার নিধন কালে সেই মেঘ যেন তোমার ঠোঁটে
গলে পড়ে, তুমি যেন একটু খানি হাসো।