তুমি ফুল না হয়ে বন্দুক হতে পারতে!
ফুল ঝরে পড়ে প্রেম লীলার পরে;
কিংবা কারো শেষ উৎসবে।
হয়তোবা কারো স্মরণে মিনারে মিনারে।
তারপর ফুলের সমাপ্তি।
যেভাবে সমাপ্তি হয় নিভে যাওয়া প্রদীপের।


অথচ,বন্দুক সব জায়গায় কাজে লাগে,
দেশ চালাতে, দেশ ডুবাতে।
প্রাণ নাশে।
কৃতদাস চাষে।
বেশ কাজে লাগে।


তুমি ফুলেই হলে,
এ বুকে প্রেম নিঃশেষে তুমি সদল ব'লে পাপড়ি সহ  ঝরে পড়লে।
অথচ, আমি চেয়েছি তোমাকে নিয়ে কাটাবো
আরো দীর্ঘ কিছু রজনী,কিছু দীর্ঘ পথ।
আরো দীর্ঘ কিছু কথা গেঁথে দিবে তোমার খোঁপায়,
তোমার ওষ্ঠের চুম্বনে।
তুমি ফুল হলে, চলে গেলে।
এক আলোকবর্ষ দূরে।
যেখানে জীবন-মৃত্যু একসাথে একই উঠোনে
খেলা করে।