জীবনের কাছে চরমভাবে হেরে যাওয়া যেই লোক
সে জানে - সন্তান যখন বলে, বাবা! ওরা নিয়মিত
আপেল খায় আমায় কিনে দাও না কেন?
এ প্রশ্নের জবাবে কতোটা নীরবে কেঁদে উঠে বুক।


অতটা শক্ত ভাবে দাঁড়িয়ে থাকতে পারেনা পাহাড়,
যতটা শক্ত গাঁথুনি লজ্জিত ঐ বাবার পাঁজরের হাড়।