বড় হতে হতে কবে যে গাছ হয়ে গেলাম
টের পাইনি
গাছ হতে হতে কবে যে হয়ে গেলাম জ্বালানী
তাও টের পাইনি।
এবার বেশ শীত পড়েছে, গাছের শীত নেই।
পুব হতে পশ্চিম, সকাল হতে সন্ধ্যা
ঠাঁই দাঁড়িয়ে থেকে থেকে এখনো বুঝিনি
মানুষ গাছ হলে পরে, আদমশুমারীর ঘরে
তাকে আর কেউ খুঁজে নি।