আমার আর কিচ্ছু করার নেই
হা করে গিলে ফেলা ছাড়া।
বাদলা দিনে ঘর ছেড়েছে যারা
বৃষ্টি তাদের দাঁত খিচিয়ে বলে -
ওরে অধম, দাঁড়া একটু দাঁড়া।


বৃষ্টি জলে সাপ খেলেছে লুডু
জীবন ঘোড়া ঘাস খাবেনা খাবে অন্যকিছু
রশি গলায় বালতি নামে কুয়ায়
হীরা দেখো কয়লা হলো এই অভাগার ছোঁয়ায়।


যেদিক তাকায়, যেই পথে যায়
খিল আঁটা সব দুয়ার।
ভীষণ রাগে ঝড় নেমেছে
ঘুরিয়ে দিলো হাড়।


জীবন ভীষণ মুচকি হেসে,
বলে আমায় গা ভাসিয়ে
মরলে কি আর পাবি'রে তুই মাটি
সব দখলে নিয়ে গেছে বড় বাবুদের লাঠি।