রাত নামে সমুদ্রের ফেনার মতন
আমাকে হত্যায় সে আজ উদ্যত
জ্যোৎস্নায় ঢেকে গেছে বন
দু'টো  শিয়াল বনের ভেতর
রটায় আলাপন - গভীর রাত এখন
একটু তাজা গোশত প্রয়োজন।
অথচ, কবরে যে মুর্দা থাকে, বহু আগে
সে মরে যায় জীবিত অবস্থাতে।
সে গোশতের স্বাদ নেই, গন্ধ নেই
সমুদ্রের ফেনার মতন রাত নামতেই
মশাল হাতে পালিয়ে যায়, কে বা কারা
এদের চিনতে পারলাম না, হবে হয়তো!
আমি, কিংবা আমার মতো জীবনের দাবিদার যারা।