গাঢ় সন্ধ্যার মতো তুমি নেমে আসো কলমে।
তোমাকে নিয়ে লিখি, দেখি!
কলম হতে কবিতায় তোমার কি অবাধ বিচরণ।
কবিতার খাতা বিধ্বস্ত করে তুমি এগিয়ে যাও
অতঃপর নদী পারাপারের সকল যাত্রী জেনে যায়
আজ মাঝি থামিয়ে দিয়েছে তার পারাপারের নাও।