তোমাকে নয়, তোমাকে না পাবার বেদনা'কে
ভালোবেসেছি।
পেয়ে গেলে কি করে বুঝতাম! ভালোবাসা মূলত
বেদনা থেকেই সৃষ্টি।।


তোমার বেদনার তীর যতোবার বিঁধে যায় বুকে,
নড়ে ওঠে শীতার্ত দ্বীপ,রাতেরা'ও কেঁপে ওঠে ভয়ে।
নদী ছুটে যায় সমুদ্রে,ঢেউয়ে ঢেউয়ে কাটা পড়ে নদীর
শরীর।নদী হয় সমুদ্র;গভীর থেকে আরো গভীর।


তোমার বিরহের শোক যেনো একটা গোলাপ বাগান,
শতো শতো ফুটেছে ফুল,একেকটা প্রেমিকের সমান।