আমার দিকে তুমি তাকালে
কেমন অসাড় হয়ে পড়ে দেহ।
এই যে তোমায় দেখছি যতো-
ততোই মনে হয় দেখিনি কখনো।


তোমার কণ্ঠ,
যখন বাতাস ভেদ করে আমার কাছে ফিরে আসে,
আমি অবুঝ বালকের মতো নিস্তব্ধ,
যেনো সব সাগরের ঢেউ থেমে গেলো,
সব নৌকা ভুলে গেলো তাদের ফেরার পথ।
এতো সুমধুর আওয়াজ শুনিনি আগে,
তুমিই শুনালে।


তোমাকে যতোবার ছুঁয়ে দেখি,
যতোবার গায়ে গা লাগিয়ে বসে থাকি কোন
হুড তোলা রিক্সায়।
ততোবার আমি ভুলে যাই সময়,
মনে হয় আমার বেঁচে থাকাতে কোন সময় নেই,
কোন ঘড়ি নেই, নেই কোন ফিরে যাবার তাড়া।
বেলা গড়ায়...
থেমে যায় নাগরিক কোলাহল, থেমে যায়
সমস্ত চলাচল।
মানুষজন বুকের বারান্দায় হেটে বেড়ায়, খুনসুটি করে ভালোবাসায়।
অথচ আমি কিছু টের পাইনা, আমি শুধু টের পাই..
প্রেম নেমে যায় বুকে, আনন্দ সুখে।
তোমার হাতে হাত রেখে, যেনো মহাকালের বুকে...
তোমাকে আমাকে দেখতে পাই।