তোমায় দেখবো বলেই,তোমাকে ছেড়ে গেলাম।
এই যে এখন কতো বড় চাঁদ - স্পষ্ট আকাশ।
কতো জ্যোৎস্না! যেনো, সোনালী রাজ প্রাসাধ।
তুমি শস্য ভালোবাসো, রক্তজবা প্রিয়।
আমি পাখি হয়ে উড়ে এসেছি তোমার বারান্দায়,
তুমি ছাড়া জানবেনা কেউ, দেখে নিয়ো।
খুব যত্ন করে একবার দেখেই চলে যাবো।
তোমাকে সাজতে হবেনা,আলাদা সময় পুষতে হবেনা।আমাকে দেখতেও পাবেনা।
আমি শুধু দেখে যাবো তোমার পাকা শস্যের মতো ঠোঁট। ছুঁতে চাইবো না, জানি এ শহরে প্রেমের গায়ে লেগে আছে অবরোধ।
বাষ্পের মতো গুলি বুকে নিয়ে উড়ে যাই আমি।
এখনো তাক করে থাকে বন্দুক,শিকারী।
সবকিছু উপেক্ষা, ভেঙে অবরোধ।
আবারো আসবো,কথা দিলাম।
শুধু দেখবে না,টের পাবে আমি এসেছিলাম।
আমাদের বন্ধন গোটা জীবন এভাবেই বেঁচে থাকুক
যেমনটি ঘাসের বুকে - শিশিরের উৎসুক।
যেমনটি দিনশেষে কেঁপে উঠে একটি পাখির বুক।।