"নন্দিত নয়ন আর ঈর্ষা বিহীন মন,
ধরণীর মাঝে এক অমূল্য রতন"।
খুঁজেছি নিশিদিন ক্লান্তিবিহীন,
পথে-প্রান্তরে বাজারে হাটে ঘাটে,
মহাজ্ঞানী মহাজনে সমস্ত তল্লাটে
কোথাও মিলেনি এমন অপূর্ব চেতন।


বিফল মনোরথে আমি ঘরে ফিরে শুনি,
অপেক্ষার প্রহর গুনছেন জনক-জননী,
আমায় দেখিয়া তাদের বিষন্ন মনে,
বহিলো আনন্দ জোয়ার হৃদয় ও নয়নে।


মূল্য দিয়ে অমূল্য যে ধন খুঁজেছি ভুবনে,
নিঃশব্দে তাহার বাস আমার গৃহকোণে।


(এ পৃথিবীতে শুধু বাবা মা সন্তানের জন্য ঈর্ষা করে না)