বন্ধু, তোমার কথাই  ঠিক,
অর্থ আর ক্ষমতার মোহে  এখন সবাই ছুটছে  দিকবিধিক ।
শ্যামল ভূতলে বিমল হৃদয় খুঁজে পাওয়া বড় দায়,
যত  দেখি প্রাণ সবাই নিষ্প্রাণ সবাই অর্ধমৃত হায় ।
সবাই হারিয়েছে স্বীয় ব্যক্তিত্ব সবাই যে কিঙ্কর,
নেতার ইশারায় চলছে সবাই ,স্বমতে নয় কেউ নির্ভর।
আপন সত্তা বিলিয়ে সবাই ভাসছে খর স্রোতে,
নেতার মতে-ই হাসিছে কাঁদিছে কথা বলে ছলনাতে।
স্বার্থান্বেশে চাটুকার বেশে নিজকে করিয়া অধীনতা
আপনার মাঝে আপনি খুঁজিছে বাকহীন স্বাধীনতা।
মিথ্যা বলোনি ভাই,
স্বাধীন দেশে এদের মনের কোন স্বাধীনতা নাই।।