পৃথিবীতে তারা অধ:মৃত,
যাদের আশা নেই স্বপ্ন নেই
বুঝে না কর্তব্য ও দায়িত্ব।

পৃথিবীতে তারা অধ:মৃত,
যারা দুঃখী জনের হয় না সহায়
অর্থ আর ক্ষমতার দম্ভে কথা বলে অযাচিত।

পৃথিবীতে তারা অধ:মৃত,
শত সহস্র অন্যায় অত্যাচার দেখেও
যাদের বিবেক হয় না জাগ্রত।

পৃথিবীতে তারা অধ:মৃত
নিত্ত যারা মিথ্যা বলে হারিয়েছে নিজ অস্তিত্ব
আমি সেই অধ:মৃতদের দেখে নিত্য হই বিস্মিত।