ডান বলে বাম আমি
বাম বলে ডান,
পক্ষ নিয়ে দুই পক্ষই
অভিযোগে করে অভিমান।


ডান যদি বলে সোজা
বাম বলে বাঁকা,
বুঝে গেছি দু'য়ে তারা
বড় এক চোখা।


ডান বলে বামে ব্যামো
যাসনে ওদের দলে,
বাম বলে ডান ধর্মান্ধ
পড়িস না ওদের ছলে।


আমি অতি সাধারণ
রাজনীতি কি আর বুঝি?
রাতে-দিনে ধ্যানে জ্ঞানে
চলি সোজা সুজি।


তবু ডান-বাম দু'য়ে মিছে মিছি
বাদ-অপবাদে করে কোন্দল ,
অবশেষে রোশে বলি ওদের
ম্যান তোরা হিউম্যান কবে হবি বল?