বৃষ্টিঝরা বজ্রধ্বনি আকাশ বুঝি খেপলো,
আলোর ঝলক আঁধার রাতে যেন ভুবন হাসলো।
যেমনি হাসে নিপীড়িত প্রতিবাদীর বজ্র মিছিল দেখে ওই
মনে জাগে আশার আলো এবার অত্যাচারী যাবে কই?
বৃষ্টি ঝরে বৃষ্টি পড়ে গগনে মেঘের কোলাহল,
আনন্দে সব গাছগাছালি নেচে নেচে দিচ্ছে দোল।
ওই যে নাচে চাতকিনী চাতক পাখির ডাক শুনে,
যেমনি নাচে প্রিয়তমা নিখোঁজ প্রিয়ার গান শুনে।
ঝর ঝর আষাঢ়-শ্রাবণ মেঘের আকাশ করছে রোদন,
আসবে শরৎ দেখবো প্রভাত দেখবো শান্ত সুনীল গগন।
গাইবে আবার দোয়েল পাখি ফুটবে বনে শিউলি ফুল,
কাশবনে খেলবে শালিক শান্ত হবে নদীর কূল।
ঘুরবো আবার নদীর কূলে গাইবো আবার পল্লী গান,
দেখব মুখে সবার হাসি শান্ত হবে শ্রান্ত প্রাণ।