লাজুক ঠোঁটে হাসি ফোটে
আমার চন্দ্রমল্লিকায়,
ভোরের রবির আবীর এসে
তাতে চুমু দিয়ে যায়।
ভিষন মুগ্ধতায়
আমার বারান্দায়।


শীতের ভীতে আমি যখন
ভোরের হাওয়ায় থাকি গোপন
বন্ধ জানালায়,
তখন কে যেন ঐ দূরে বসে
প্রণয় হাসি যায় গো হেসে
আমার চন্দ্রমল্লিকায়।


দোলে চন্দ্রমল্লিকা দোলে
দোলে ভোরের হাওয়ার তালে,
দোলে আমার হৃদয় দোলে
অজানা এক মায়ার জালে।
আহা, সেই অজানায় চাইতো যদি আমার মল্লিকা,
আমি দিতাম তাঁহার পায়।