ছাতার মতন দিব ছায়া
শেষ বিকেলের মতো মায়া
ভোরের বেলার স্নিগ্ধ হাওয়া
দিব বিনয় প্রণয় মন ও কায়া।


আর কি দিব? আর কি দিব?
ওহে আমার প্রেম পিয়াসী,
দিব বৃষ্টি ভেজা শীতলতা
নন্দে ছন্দে বন্দে হাসি।


আর কি চাস? আর কি দিব?
ওহে প্রনয় রাক্ষুসী,
দিব তোকে সোনাদানা হীরার মালা
গোলাপ রাশিরাশি।


নারী তোরা সাগর যেমন
অসীম তৃষ্ণায় সারা জীবন
হিংস্র লোভের তরঙ্গে তরঙ্গে
করে অতৃপ্ত অনন্ত ক্রন্দন,
তেমনি তোদের মনের কোনায়
শুধু চাওয়া-পাওয়ার ঢেউ দোলা দেয়
অস্থির মনে করিস তোরা সদা আস্ফালন।


বলনা সখি, আর কি দিব? আর কি বাকি?
তুই যে মাতাল আমি সাকি
তোর হৃদয় খানি তৃপ্ত হলে
গড়তে পারি আমরা দুজন প্রমোদ কানন।