দাদা আমায় গাধার মত প্রশ্ন করে অবিরল,
বলে, "বলতো আকাশেতে কত তারা সাগরেতে কত জল?
এই শহরে কত মানুষ? ভাবিস তুই যত,
লক্ষ জনে তার মাঝে সুখে আছে কত?
বলতো দেখি পারিস নাকি এই দেশেতে কবে?
ঘুষখোর আর দুর্নীতিবাজদের প্রসব বন্ধ হবে?
এবার যদি বলতে পারিস দিব তোকে পুরস্কার,
এ দেশেতে কেন এতো জন্ম নিচ্ছে চাটুকার?
দাদা মশাই হরহামেশাই প্রশ্ন করে অবান্তর,
দাদা আমার আর কেহ নয় বাস্তবতার যন্ত্রনার।