সে যে হৃদয় দিয়ে হৃদয় ছুঁইলো আমায় ছুঁইলো না,
সে যে দূর ইশারায় কইল কথা আমায় কইলো না।
সে যে চেয়ে চেয়ে মুখের পানে, কি রচিয়া মনে মনে,
শুধু আমার আঁখির পাতায় রাখলো আঁখি, কিছু শুধাইলো না।


সে কি কোনো ভাবুক ছিল
না কি লাজুক হৃদয় ছিল
বোঝা গেল না,
সে ভাবুক লাজুক হোক না যা হোক
সে যে আমার মাঝে ভাবনা দিলো
আমায় ভাবলো না।


সে মোর হৃদয় দৃষ্টি সৃষ্টি করে
চলে গেলো অগোচরে
আমার বৃষ্টি ভেজা আখির বাণী
শুনে গেল না।


আবার যদি সে আসে ফিরে
জিজ্ঞাসিব আমি তারে
সে কেন করে হৃদয় হরণ
বরণ করে না।।