সাগরকন্যা কুয়াকাটা চঞ্চলা অতি ব্যস্ত,
তাহার আঁচলে সদা দেখা মেলে সূর্যোদয় ও সূর্যাস্ত।
সাগরকন্যার কোমল হৃদয় প্রেমময় ঢেউয়ের ছন্দে,
শুভ্র ফেনিলে যায় হেসে খেলে দিন কাটে তার নন্দে।
পাশে ঝাউ বন যদি চাহে মন জোয়ার ভাটার আদরে,
জল ছুঁয়ে দেয় তাদের পায়ে ইশারায় ডাকে সাদরে।
সাগর কন্যার রুপের বন্যা দেখতে নিলাজ সূর্যটা,
দেয় না স্থান তাহার সম্মুখে কালো মেঘের জমাট-টা।
সূর্যের এই প্রনয় তূর্য জানে আকাশ জানে কবি,
তাই অস্ত বেলায় রক্তিম আভায় লজ্জায় আঁকে রাঙ্গা ছবি।
মনোহরনী স্নিগ্ধা রমনী সাগরকন্যা কুয়াকাটার রূপ দেখে,
মোর অভিমানী মন ভুলিয়া বেদন দেশপ্রেমেতে সাধ জাগে।