অদ্য রাতের কাহিনী করিতেছি বর্ণন,
হঠাৎ দেখি চোর বেটার হইল আগমন!
পাশের এক দোকানে সে করিল প্রবেশ,
ধরিয়া আছে সে ভদ্রলোকের বেশ।
চিনিতে না পারিয়া দোকানী করে ভুল,
চোর বেটা ঠিক করে লইবে তার মাশুল!
এইটা দেন, ওইটা দেন বলিতেছে নির্ভার,
ছিল না যে তাতে কম দামী কারবার।
একসময় দোকানী ফিরিল অন্যদিক,
এই ফাঁকে চোর বেটা ছুটিল দিগ্বিদিক!
অন্য এক দোকানী দেখিল তা দূর হতে,
'চোর বলিয়া' দিল ছুট চোরের পিছেতে।
ধরিয়া আনিল তারে আরো কয়েক মিলে,
জনগণ আসিল সবে দলে দলে!
এইজন দেয় কিল, ওইজন মারে লাথ,
চোরবেটা এক্কেবারে হইল কুপোকাত।
অবশেষে কোনোরকম প্রাণ নিয়া বাঁচিল,
মুক্তি মিলিবার সঙ্গে সঙ্গে সে ভোঁ দৌড় দিল।