উত্তরের কোণে বাতাবিলেবু গাছ,
আকাশে উড্ডয়নরত চন্দ্রীমা!
মুক্তচোখ দুটো আজ নিদ্রাহীন,
ভাবনাযুক্ত জীবনটা আড়ষ্ট!
ইহা কি চিন্তাশীলতার আভাস
না বিলাসিতার ছন্দপতন?
হারানো কোনো স্মৃতির নড়ন বা
আগমনী কোনো বার্তাবহন নয়তো?
জীবনেতিবৃত্ত গেঁটে উত্তরটা নিঁখোজ!
ভবিষ্যৎ কথা বলে না,
বর্তমান কেন কাঁদাবে?
অতীত তো দুঃখহীন বিলাসী মন!
মনখারাপ করা কোনো উপলক্ষ
আগমনীর ক্ষুদ্রতর ফোঁকর রাখা হয়নি!
আজকের দিনটায় অস্ফুট আর্তনাদ,
হৃদয়ের বিষম চাহিদার চিন্তন!
নিশ্চয় বিলাসিতা বিদায় বলতে চাইছে,
অম্লান কিছুর ইতিকথা গুঞ্জরাচ্ছে,
ভালোবাসা আবির্ভাব, তিরোভাবের
দোলাচলে চেপে বসছে!
দিনটি কি কোনো শুভক্ষণের ঘূর্ণিবাত
না অশুভের চরকা কাঁটা?
ভাবনার মূলে উত্তমেশ্বরের
আগমনী গান শুনার প্রতীক্ষা!!!
প্রতীক্ষারত তিয়াসী মন!