আমি এক অভাগা কৃষক ক্লান্ত দেহ নিয়ে
বেঁচে থাকার তাগিদে অমোঘ তাড়নায়
যুদ্ধে নেমেছি অন্যের বোঝা মাথায় নিয়ে।
দেশের সম মানুষের মুখে
দু'বেলা দু'মুঠো অন্ন যোগাতে
আমি ঝড় বৃষ্টিকে কখনো করেনি পরোয়ানা।
গ্রীষ্মের উত্তাপ্ত ধুলিকণার মেঠো পথে
থেমে থেমে ধাবমান হয়েছি খালি পায়।
অনন্তকাল ধরে চির সবুজের বুকে
আমি ফলিয়েছি সোনার ফসল।
আমার অনুতপ্ত কপালের ঘামে
সিক্ত হয়েছে জন্মভূমির কাঁদামাটি
যত ঘাম ঝরেছে আমার কপাল থেকে
ততো দাম কখনো পায়নি আমি।
সেই জন্য আমার ভেঙ্গেছে মনোবল
ভেঙ্গেছে সপ্ন কান্না আসে না আর
শুকিয়ে গেছে আমার দু' নয়নের অশ্রু
হৃদয়ের মাঝে জমে আছে মর্ম ব্যাথা।
আমার সারাটা জীবন কেটেছে যন্ত্রায়
আর কত দুঃখ কষ্টের কথা বলবো
আমি কৃষক বলে শাসক শ্রেণি করে অবহেলা
সামান্য খাজনার তরে তাদের চাবুকের আঘাতে
জর্জরিত হয় রক্ত মাংসের গড়া দেহ খানি।
তবু আমি পরাধীনতার শিকল ছিড়ে
দূর্বল দেহ নিয়ে প্রাণের তাগিদে
সোনার ফসল ফলানোর তরে
ছুটে যাই তেপান্তরের মাঠে।