শুধু তোমারই জন্য প্রেয়সী
ভালোবাসার কাব্য লিখতে গিয়ে
কতবার যে আমি ব্যর্থ হয়েছি,
সে কথা বিধাতা জানেন।
কত যে নষ্ট করেছি ডায়েরির সাদা পাতা
প্রেম কাব্য লেখার সেই ধারালো অস্ত্র।
আমি কত রাত,কত দিন সাধনা করেছি
ব্যর্থতার দুঃসহ যন্ত্রণা বুকে নিয়ে
মরু সাহারার বুকে নির্জন নিরালায় বসে
অনবদ্য একটি ভালোবাসার কাব্য লেখার তরে।
মনে মনে কল্পনা করেছি অজানা দৃশ্য নিয়ে
অসংখ্য রাত জেগেছি আমি নন্দিত উপমার খোঁজে
তবু আমি বারবার লিখতে ব্যর্থ হয়েছি
সেই প্রেম কাব্যের অনবদ্য একটি চরণ।
আমার ব্যর্থতার গ্লানি দেখে শীতের বিদায়ক্ষণে
বসন্ত এসে চুপি চুপি আমাকে বলেছে,
লেখো লেখো ভালোবাসার মহাকাব্য
সেই মহাকাব্য লিখে তুমি হও,
অকাল প্রয়াতা কিশোরীর মরণোত্তর বর।