কত দিন দেখিনি তোমার ওই চাঁদ মাখা মুখ
কি মায়ার বাঁধনে তুমি বেঁধেছো মোরে,
বুকে ভিতরে সারাক্ষণ আনচান করে।
তোমার কথা ভেবে প্রিয়,দিবানিশি রাতে
ঘুম আসে না মোর দু'চোখে।
তোমার ওই চাঁদ মাখা মুখ না দেখিলে,
আমার নিশ্বাস বন্ধ হয়ে যায় প্রতিটাক্ষণে!
আশার প্রদীপ নিভে যায় দমকা হাওয়ার বেগে
দীর্ঘ প্রতীক্ষার প্রহরে আমি চাতক পাখির মত
জালানার ধারে একাকীত্ব নীরবে বসে থাকি
তোমাকে একটি বার দেখার তরে।
কিন্তু তুমি প্রিয়,আমার উপর অভিমান করে
সেই যে কবে একাকী চলে গেলে বহুদূরে
আর কোন দিন ফিরে এলে না আমার শহরে।
আমি আজ নিঃসঙ্গ বৈরাগী বেশে
তোমার ভালোবাসার স্মৃতি গুলো নিয়ে
হাজার বছরের স্বর্গের সুখ পেতে
পথে পথে ঘুরি তোমার খোঁজে।
আমি রজনী থেকে রজনী জেগে থাকি সজনী
তব ফিরে না পাওয়ার দুঃসহ যন্ত্রণা বুকে নিয়ে।
প্রিয় তুমি যদি কোন এক বসন্তে ফিরে আসো আমার জীবনে
তোমাকে সেদিন আমি বেঁধে রাখব মায়ার বাঁধনে।