খোদার সৃষ্টির শ্রেষ্ঠ মানব
নবী মোর পরশমণি,
তোমার পরশে আরব ভূমি
হয় যে সোনার খনি।


মিষ্টি তব মুখের বাণী
হৃদয় কোমল অতি,
ধরার মাঝে আঁধার ঘুচে
জ্বেলেছো আলোর জ্যোতি।


যুগে যুগে মানব যখন
হচ্ছিলো পথহারা,
নবী তোমার পরশ পেয়ে
ধন্য হলো তারা।


তুমি মোদের প্রিয় নবী
তুমি ধ্যানের ছবি,
তোমায় নিয়ে গান কবিতা
লিখছে শত কবি।


শত বিরহের অশ্রু ঝরে
তোমার ওফাত দিনে,
বিশ্বটা আজ নীরবে কাঁদে
নবী গো তোমায় বিনে।