ওগো অভিমানী মেয়ে আমার ক্ষুধার্ত চক্ষুদ্বয়,
বারবার তোমাকে দেখতে চায়।
তোমাকে একটি বার দেখার তরে,
দীর্ঘ প্রতীক্ষার প্রহরে আমি বসে থাকি জালানার ধারে।
তুমি শ্রাবণের মেঘ বৃষ্টি হয়ে এসো আমার শহরে,
তোমাকে লাল গোলাপ দিয়ে বরণ করে নেবো সদরে।
তোমাকে কাছে পেয়ে সেদিন আমার অনুতপ্ত হৃদয়;
তব উষ্ণ গোলাপী ঠোঁটের চুম্বনে তৃষ্ণণা মিটাতে চায়।
চুপিচুপি বলতে চাই আমরা মনের কথা,
ভুলে যেতে চাই জীবনের সব অসহ্য যন্ত্রণার ব্যথা!
আমার মনে ইচ্ছে জাগে একদিন তোমার সাথে
খোলা ময়দানে শ্রাবণের মেঘ বৃষ্টিতে ভেজবো
সেদিন আমাদের কাছে থাকবে না কোন ছাতা,
আমি তখন তব শাড়ির আঁচলে লুকিয়ে রাখবো মাথা।
তোমার হাতে হাত রেখে যখন বিভোর হয়ে পথ চলব আমি,
হাসি মুখে বলব তখন সবার চেয়ে আপন তুমি।