ভালোবাসার মানুষটি যখন ভুল বুঝে আঘাত দেয়
নিজেকে তখন বড় অপরাধী মনে হয়।
অকারণে তুচ্ছ মনে করি নিজেকে,
মনের মাঝে বারবার প্রশ্ন জাগে
কেনো ভালোবেসে ছিলাম তোমাকে?
ভালোবাসার বিনিময়ে আমি আজ কি পেলাম?
আমার এই বিশাল আকাশটা কেনো কালো মেঘে ঢাকা?
আমার জীবনের আশার প্রদীপ কেনো নিভে গেছে?
কেনো নীরবে কাঁদে আমার মন?
হতাশার প্রহরে আমার ব্যথিত হৃদয়ের মাঝে
কেনো জানি!কি কারণে চিন চিন করে?
কেনো আমাকে আজ বড় একা একা লাগে?
হয়তো বা সারা জীবন আমাকে এভাবেই কাটাতে হবে
তোমার চোখে,চোখটি রেখে আর কোন দিন
আমার মনের কথা গুলো বলা হবে না।
তাহলে কোনো তুমি আমার জীবনে এসেছিলে?
আমার হাতে,হাত রেখে বন্ধু ভেবে পথ চলে ছিলে
আমাকে ভালোবেসে যদি ভুল বুঝে আঘাত করবে
তাহলে কেনো আমাকে ভালোবাসতে শেখালে?
ভালোবেসে নিজেকে আপন করে পাওয়ার স্বপ্ন দেখালে
কি অপরাধ করেছি আমি তোমাকে ভালোবাসে?
আমাকে ভুল বুঝে কেনো তুমি দূরে সরে গেল।