তোমাকে যখন রাতের আঁধারে দেখি প্রিয়তমা!
প্রাণ জুড়ানো তব মায়াবী রূপ যেনো
রাতের আকাশের এক ফালি পূর্ণিমা
চাঁদের মত স্নিগ্ধময় জোছনা ছড়ায়।
আলোক সজ্জায় সজ্জিত করে
কুঠিল অন্ধকারে নিমিজ্জিত প্রেমের কারাগার।
আমার দু'নয়ন রাঙে তব মায়াবী রূপের
আলোকিত অপরূপ শোভায়।
রাতের আঁধারে জোনাকির মত মিটিমিটি জ্বলে
প্রিয় তব মায়াবী রূপের প্রদীপ,
সেই মায়াবী রূপের প্রদীপের আলো দেখে
আমার দু'চোখে ঘুম আসে না।
আমি বুক ভরা ভালোবাসা নিয়ে
রজনী থেকে রজনী জেগে থাকি সজনী
মনের রং তুলিতে তোমার আমার
ভালবাসার রূপকথার গল্প লেখব বলে।
স্মৃতির পাতায় শুধু লিখি তোমার আমার
ভালবাসার নাম মান-অভিমান ভুলে।
কল্পনায় আঁকি প্রেমের তাজমহল
আমার মনের আয়নাতে দেখব বলে।