সুপ্রভাতে ডালিম গাছে ডাকছে তোতা পাখি,
সূয্যি মামা জাগার আগে জাগো অবুঝ খুকি।
ডাকছে পাখি মধুর সুরে ওগো আলসে মেয়ে,
আম্মু এসে বকবে তোমায় আর থেকো না শুয়ে।


ভোর হয়েছে দু'চোখ খোলো আলোর দিশা পেতে,
মাদরাসাতে যেতে হবে কোরআন শিক্ষা নিতে।
কোরআন শিক্ষা নবীর দীক্ষা আল্লাহ তা'লার বানী,
কোরআন শিক্ষা অর্জন করে হতে হবে জ্ঞানী।


কোরআন শিক্ষা করো না ধিক্কা ওগো আলসে মেয়ে,
ঈমান-আমল পূর্ণ করো কোরআন শিক্ষা দিয়ে।
কোরআন হলো আল্লাহ তা'লার শ্রেষ্ঠ নেয়ামত,
পরকালে কোরআন শিক্ষা করবে শাফায়াত।