শিশির ভেজা দূর্বা ঘাসে
সূর্যের কিরণ হাসে,
দীর্ঘ নয় মাস বাংলার জমিন
রক্তের স্রোতে ভাসে।

সন্তান হারানো দুঃখিনী মায়ের
বেদনায় কাতর মন,
অপেক্ষার প্রহরে মায়ের হৃদয়
কাঁদে সারাক্ষণ!


কৃষক-শ্রমিক কুলি-মজুর
অস্ত্র ধরে হাতে,
দেশের তরে যুদ্ধ করে
পাক বাহিনীর সাথে!


বুকের তাজা রক্ত ঢেলে
স্বাধীন করে দেশ,
তাদের পরশে বিজয় নিশান
উড়ছে দেখো বেশ।


দেশকে ভালোবেসে যারা
জীবন করে দান,
তাদের প্রতি শ্রদ্ধা জানাই
মুক্ত স্বাধীন প্রাণ।