আমি পৃথিবীতে এসেছিলাম স্বাধীনতার সুখ পেতে
কিন্তু সেই স্বাধীনতার সুখ কোথাও খুঁজে পেলাম না,
খুঁজে পেলাম না আমার মায়ের আঁচলের মত নিরাপদ ভূখণ্ড।
তোমরা বলতে পারবে কি পৃথিবীর বুকে
কোথায় আছে সে-ই স্বাধীনতার সুখ?
যে স্বাধীনতার সুখ ফিরে পেতে চাই
অন্ধকার কারাগারের কয়েদি আসামি আর
নির্যাতিত নিষ্পেষিত মজলুম অসহায় মানুষগুলো।
কিংবা যুগ যুগ ধরে লোহার খাঁচায় বন্দী করে রাখা
ডানা ঝাপটানো নীড়হারা পাখিগুলো।
তোমরা বলতে পারবে কি? আমার মায়ের আঁচলের মত
কোথায় আছে সে-ই নিরাপদ ভূখন্ড ?
যে আঁচলের মত নিরাপদ ভূখন্ডের ছায়া তলে
দুগ্ধ নবজাতক শিশু আরাম-আয়েশে ঘুমিয়ে থাকে।
আমি জানি তোমরা বলতে পারবে না কেউ
সে-ই স্বাধীনতার পরম সুখ কোথায় আছে?
আমার মায়ের আঁচলের মত নিরাপদ ভূখণ্ড কোথায় আছে?
কারণ পৃথিবীর মানুষ আজ বড়-ই নিষ্ঠুর হয়ে গেছে
টাকার প্রেমে অন্ধ হয়ে অন্যায়ের পথে পা বাড়াচ্ছে।
তাদের অত্যাচারের কষাঘাতে ক্ষত-বিক্ষত হচ্ছে পৃথিবীর বুক
হিংস্র নর পশুদের কাম বাসনায় ধর্ষিতা হচ্ছে
কত জনম দুঃখিনী মায়ের নিষ্পাপ শিশু।
কোথায় আজ মানবতার শান্তির দেবদূত?
তারা কি আজ ঘুমিয়ে আছে আরাম-আয়েশের তরে।
পরাধীনতার শিকলে বাঁধা অত্যাচারি
মজলুম অসহায় মানুষদের কে করিবে উদ্ধার?
অকুল দরিয়ার বুকে যে আজ এসেছে দূর্যোক
কে ধরিবে দরিয়ার বুকে ভাঙ্গা তরীর হাল?
জাগ্রত হও হে তরুণের দল ঘুমিয়ে থেকো না নীরবে
যুগ যুগ ধরে করেছ তাপস জয় করেছ তোমরা বৈশ্বিক
অতীতে আছে তো তোমাদের সুনাম-খ্যাতি
ইতিহাসের পাতায় লেখা আছে তোমাদের নাম।
আবার হুংকার দিয়ে জেগে ওঠো ওহে তরুণের দল
শক্ত করে ধর তোমরা অকুল দরিয়ার বুকে ভাঙ্গা তরীর হাল।