ব্যতিরেখি অন্বয়
মনির হোসেন


ভালবাসার রক্তসূর্য উদ্ভাসিত হবে;
স্বপ্নাতুর ছিলাম। সাধ আর সাধ্যের সমন্বয়
হিসেব করিনি। ভ্রুণটা শুধুই বাড়ছিল-
বিগ ব্যাঙের মতো, ধীরলয়ে।


আশার ছলনা, জীবন নাটিকার প্রহসন কিংবা
অসম জোওয়ালের প্রশ্নটা কখন-ই আসেনি,
আর আসেনি বলেই অল্প অল্প করে
সবটুকু ভালবাসা বিনিয়োগ করেছি
স্তরিভূত পাললিক শিলার মতো।


তার বণার্ঢ্য আগমন,স্বীয়সৃষ্ট বলয়
আপন দীপ্তিতে ভাস্বর, স্বতন্ত্র কক্ষপথ
ক্রমে ক্রমে আমাকে দৃঢ় থেকে দৃঢ়তর করে তুলল
সংগত কারণেই আমি বিশ্বাস হারাতে পারি নি।


প্রভাত সূর্য ঊঁকি দিতে না দিতেই
নাটাই ছিড়ে তুমি হলে পরহাতের ঘুড়ি,
বাস্তবতার এ অপ্রিয় সত্যটাকে অবিশ্বাস করে-
স্বপ্নবিভোর পাগল মন।
অনুসন্ধান করে পদাঙ্ক; বন্ধ্যামনের নিরঙ্কুর বীজ,
অধ্যবসায়ী প্রত্ত্বতাত্তিকের মতো।


আজ খুঁজে চলেছি বিগল জাহাজ, গন্তব্য তাহিতি দ্বীপ,
নির্জনে হৃদয়ের বিবর্তনবাদ আবিষ্কারের প্রচেষ্টায়।


জয়সিদ্ধি, ইটনা, কিশোরগঞ্জ।
০৩/০৯/২০০৬ ইং