সঙ্গহীন
মনির হোসেন


বৃষ্টি ভেজা দিনে ঠিক সন্ধ্যে ক্ষণে খুলে ছিলে দ্বোর;
তব বীণার তারে বাজিল বারেবারে মিলনের সুর।
ভেবেছি মনে মনে স্বপনে ক্ষণে ক্ষণে তব মুখখানি;
সাজিয়ে ছিনু ধরা কচি সবুজে ভরা কত কী যে আনি!


বনের ধারে ধারে ঘুরেছি বারে বারে দোল দোল মনে,
সঙ্গহীন একেলা মনের কথামালা বলি কার সনে?


টোলারবাগ আ/এ, মিরপুর-১, ঢাকা-১২১১৬
১০/০৯/২০১৩ ইং