আনমনে
মনির হোসেন


তোমার আঁকা স্বপনগুলো ছিল আমার চোখে
থরেথরে যতন করে সাজিয়ে ছিনু বুকে-
নিঝুম অন্তলোকে।
তোমার চলা পথের বাকেঁ
পথ দেখাতাম ডেকে ডেকে,
তোমার সূঁচে নকশী কাঁথা
আমার স্বপন ছিল গাঁথা।
খিড়কি খুলে ঢুকে
লুকিয়ে ছিলে বুকে।


তোমার যত আশার ভেলা ভাসিয়ে দিতে নীরে,
অবশেষে ভালবেসে আসতো আবার তীরে-
শত আশার ভীড়ে।
আমার যত ছিল চাওয়া
তোমার হলে’ই হতো পাওয়া,
তুমি কভু অভিমানী
সয়ে যেতাম সকল গ্লানি
আসবে আবার ফিরে
সান বাঁধানো তীরে।


তোমার চলা পথের ধূলি মেখে নিতাম অঙ্গে,
বিষাদ-সিন্ধু হতো বিন্দু তোমার খুশির রঙ্গে-
থাকবে তুমি সঙ্গে।
তোমার তরে রাত-দুপুরে
উদাস হতাম অন্ত-পুরে,
তোমার খোঁজে ঝড়-বাদলে
ঘর ছেড়ে যাই গগণ তলে,
ঝঞ্জ্বা এলে তুঙ্গে
থাকবো তোমার সঙ্গে।


ঝড়-বাদলে মেঘলা রাতে আমার কথা ভাবতে,
আঁখিপাতে নিদ্রা এলেও আঁখি খুলে রাখতে-
আমার কথা ভাবতে।
সকাল-দুপুর সাঝের ক্ষণে
ছিলাম পাখি তব মনে,
চিঠির ভাষায় আমার লেখা
বারে বারে হতো দেখা
নয়ন তারায় রাখতে
আঁচল দিয়ে ঢাকতে।