ভুল-ফুল
মনির হোসেন


এই সাঝ-সকালে গিয়েছ ভুলে
আলতা আচড় কেটে;
আমি লোভী তাই ভুলিনি তো ভাই
ক্লান্ত হলাম হেঁটে।


স্নিগ্ধ সকালে স্বপ্ন দেখালে
এ-কী মতিভ্রম!
যত করি ভুল তত দেখি ফুল
মরীচিকা সম।


এ ভুল আর ফুল জড়াজড়ি কুল
থাকি দ্বিধা-দ্বন্দে;
আমি যাই ঘুরে দূর অচিনপুরে
সব কিছু বন্ধে।


টোলারবাগ, মিরপুর-১, ঢাকা-১২১৬
০১/০২/২০০৯